শ্রীমঙ্গল উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজা মন্ডপ পরিদর্শন

October 25, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আয়োজিত পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
২৩ অক্টোবর শনিবার জেলা প্রশাসকের নেতৃত্বে প্রশাসনের পূজা মন্ডপ পরিদর্শনকালে সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম লেডিস ক্লাব মৌলভীবাজার এর সভাপতি কবিতা ইয়াসমীনসহ কর্মকর্তাদের সদস্যরাও উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর পক্ষ থেকে পূজা মন্ডপগুলোতে মাস্ক প্রদান করেন এবং সুষ্ঠুভাবে পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় সকল প্রকার সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।জেলা প্রশাসক পূজা উদযাপনের সাথে সংশ্লিষ্ট সকলকে এবং সকল দর্শনার্থীকে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনের জন্য অনুরোধ করেন

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com