শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান অসুস্থ, এয়ার এম্বুলেন্সে ঢাকায় প্রেরণ

October 4, 2020,

সাইফুল ইসলাম॥ শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব গুরুতর অসুস্থ হওয়ায় তাকে এয়ার এম্বুলেন্সযোগে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
তিনি বেশ কয়েকদিন ধরে ঠান্ডা কাশি জনিত কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। শনিবার রাতে তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়লে ডাক্তারের পরামর্শে স্থানীয় একটি ক্লিনিককে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
আজ রবিবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সযোগে ঢাকা পিজি হাসপাতালের নিয়ে যাওয়া হয়। তার সাথে তার ছেলে শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু দেব রিটন রয়েছেন। তিনি সকলের নিকট আশু -রোগ মুক্তির জন্য দোয়া কামনা করেছেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, উপজেলা চেয়ারম্যান সাহেব বেশ কয়েকদিন ধরে ঠান্ডাকাশি জনিত সমস্যায় ভুগছেন। এর আগে তার হার্টের সমস্যা ছিল। যার ফলে উন্নত চিকিৎসার জন্য তাকে নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com