শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায় শপথ নিলেন

October 27, 2021,

স্টাফ রিপোর্টার॥ শপথ গ্রহণ করলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ভানুলাল রায়।
বুধবার ২৭ অক্টোবর বিকেল ৪টায় সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান ভানু লাল রায়কে শপথ বাক্য পাঠ করান।
বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ভানুলাল রায় এর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় স্থানীয় সরকারের পরিচালক মো. ফজলুল কবির।
গত ৭ অক্টোবর শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থী ভানু লাল রায় নৌকা প্রতিক নিয়ে ৫৮ হাজার ৩শ ৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছিলেন।
নির্বাচনে উপজেলার ২লক্ষ ৩৩ হাজার ৯শ ১৬ জন ভোটারের মধ্যে ১ লক্ষ ৬ হাজার ৫শ’ ৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উল্লেখ্য, এর আগে গত ২১ মে উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব’র মৃত্যুতে পদটি শূণ্য হয়ে ছিল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com