শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন মিতালী দত্ত

September 15, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত।

 মিতালী দত্ত জানান, ১৫ সেপ্টেম্বর বুধবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের কাছ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের কাগজ পান। কাগজ পাওয়ার পর, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বুধবার প্রথম কার্যদিবস সম্পন্ন করেন।

 তিনি তার দায়িত্ব চলাকালীন সময়ের জন্য সকলের কাছে দোয়া আশীর্বাদ কামনা করেন। আগামী ৭ অক্টোবর শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপ- নির্বাচনে নতুন চেয়ারম্যান বিজয়ী হওয়ার পূর্ব পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব মারা গেলে সরকার এ আসনটিকে শূন্য ঘোষণা করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com