শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সহযোগীতায় সেতুবন্ধনের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু

November 24, 2020,

বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারে সেতুবন্ধন সমাজ কল্যাণ সংস্থার সহায়তায় ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সহয়োগীতায় শুরু হয়েছে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম।
২৩ নভেম্বর সোমবার সন্ধায় এ কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। প্রেসক্লাব সভাপতি এ এস এম আজাদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন, দৈনিক ইত্তেফাকের অনুশিলন এডিটর চন্দন বর্মন, অধ্যাপক অবিনাশ আচার্য্য, বিশিষ্ট ব্যবসায়ী সাইদ আলী ও আদিবাসী নেতা পরিমল সিং বারাইক।
আয়োজকরা বলেন, শ্রীমঙ্গলে শীত শুরু হয়েছে। শীতার্ত মানুষের পাশে দাড়ানোর লক্ষ্যে তারা এ মৌসুমে সর্বপ্রথম এ কার্যক্রম শুরু করেছেন। আগামী এক সাপ্তাহ ব্যাপী বিভিন্ন প্রত্যন্ত এলাকায় গিয়ে তিনশত মানুষের মধ্যে তারা এ কম্বল বিতরণ করবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com