শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
April 25, 2021,

বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে করোনায় ঘর বন্দি মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৩ এপ্রিল শুক্রবার সকালে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এলাকায় নিন্ম আয়ের মানুষের মধ্যে এ বিতরণ কার্যক্রম এর উদ্যোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কৃষি গবেষক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, প্রেসক্লাব সহসভাপতি চৌধুরী ভাস্কর হোম প্রমূখ।
প্রেসক্লাবের সুহৃদ কৃষি গবেষক আব্দুল আজিজ এর সহায়তায় ২০টি পরিবারের মধ্যে তেল, ডাল, পিয়াজ, চিনি, সেমাই, চানা, খেজুর সমন্বিত একটি করে প্যাকেট বিতরণ করা হয়।
মন্তব্য করুন