শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে পিঠা উৎসব

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে নানান রকমের বাহারি পিঠার আয়োজন নিয়ে হয়েছে পিঠা উৎসব।
পৌষ সংক্রান্তি উপলক্ষে মঙ্গলবার ১৫ জানুয়ারি রাতে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এ পিঠা উৎসবে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মৌলভীবাজার জর্জ কোর্টের পাবলিক প্রসিকিউটর(পিপি) এড. আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মো. আশরাফুজ্জামান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান এম.এ. রহিম, লন্ডন প্রবাসী সমাজসেবী মো. আশরাফউদ্দিন, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য মশিউর রহমান রিপন প্রমুখ। উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক রজত শুভ্র চক্রবর্তীর সঞ্চালণায় এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনলাইন,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাসহ শ্রীমঙ্গলের সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
মন্তব্য করুন