শ্রীমঙ্গল উপনির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ লিটন আহমেদ বেসরকারী ভাবে নির্বাচিত

July 27, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপনির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ লিটন আহমেদ। তিনি টিউবওয়েল প্রর্তিক নিয়ে ১২ হাজার ৪শ ৬৮ ভোট পেয়ে বেসকারী ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি কেসব বারই তালা প্রর্তিকে পেয়েছেন ১২ হাজার ১শ ৩৮ ভোট।
এছাড়াও তৃতীয় প্রতিদ্বন্ধি প্রার্থি পরিমল দাশ বৈদ্যুাতিক বাল্ব নিয়ে মোট ভোট পেয়েছেন ৭ হাজার ২শ ৫৩ ভোট। মোহাম্মদ লিটন আহমেদ প্রতিদ্বন্ধি প্রার্থি থেকে ৩শ ৩০ ভোটের ব্যবধানে নির্বাচিত হন।
২৭ জুলাই বুধবার রাত ৯টায় এ ফলাফল ঘোষণা করেন মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কমিশনার ও রির্টানিক অফিসার তপন জ্যোতি অসীম । এর আগে বুধবার সকাল ৮ থেকে বিকাল ৪ পর্যন্ত একটানা উপজেলার মোট ৮০ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
জানাযায়, শ্রীমঙ্গলের ১টি পৌরসভা ও ৯টি ইউনয়িনে মোট ২ লাখ ৩৩ হাজার ৯১৬ জন ভোটার রয়েছেনে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com