শ্রীমঙ্গল উপ-নির্বাচনে নৌকা প্রার্থীর পক্ষে পূর্ব বিরাইমপুর সমাজ কল্যাণ সংস্থার উঠান বৈঠক

September 27, 2021,

স্টাফ রিপোর্টার॥ আসন্ন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা মার্কার পার্থী ভানু লাল রায়ের পক্ষে পূর্ব বিরাইমপুর সমাজ কল্যাণ সংস্থার ও এলাকাবাসী’র উদ্যোগে নির্বাচনের প্রস্তুতি নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৬ সেপ্টেম্বর রাত ৮ টায় পূর্ব বিরাইমপুর (আউটার সিগনাল) এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সাধারণ আবেদ হোসেন ও পূর্ব বিরাইমপুর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলাম জাবেদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উক্ত এলাকার বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব মোঃ জাহের মিয়া।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, ভানু লাল রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য বদরুজ্জামান সেলিম, বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশন এর সভাপতি মাহবুব রেজা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, উপজেলা যুব লীগের প্রচার সম্পাদক শের-জাহান আলী সেজু, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, পৌর যুবলীগের সহ-সভাপতি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ মো. ইমাম হোসেন সোহেল, সাধারণ সম্পাদক সালেহ আহমদ চৌধুরী, মৎস্যজীবী লীগ উপজেলা শাখার সভাপতি আশিকুর রহমান আশিক শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মো. লিমন মিয়া প্রমুখ।
এছাড়াও উক্ত উঠান বৈঠক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক মামুন আহমেদ, শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা মো. সাবের হোসেন, শ্রীমঙ্গল পৌরসভার ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ শামীম মিয়া, সহ সভাপতি সাদিকুল ইসলাম, যুবনেতা, খালেদ বীন সাইফুল্লাহ, ছাত্রনেতা রুমন আহমেদ চৌধুরি, পৌর ছাত্রলীগ নেতা তছলিম আহমেদ, আজিজুল হক নাইম, ইমরান, শিমুল, মনসুর এবং পূর্ব বিরাইমপুর সমাজ কল্যাণ সংস্থার সকল সদস্য ও অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ।
সভায় বক্তারা আগামী ৭ অক্টোবর নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ভানু লাল রায় কে বিপুল ভোটে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com