শ্রীমঙ্গল গণগন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে গণগস্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৫টায় শ্রীমঙ্গল শেখ রাসেল শিশু উদ্যানের পশ্চিম পাশে ভার্চুয়ালী এ কার্যক্রমের উদ্বোধন ঘোষনা করেন জাতীয় সংসদের প্রাক্তন চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।
ঘটনাস্থলে উপস্থিত থেকে এ ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায় ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, সংস্কৃতিজন দেবাশীষ চৌধুরী রাজা, সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য্য, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ^জ্যোতি চৌধুরী বুলেট, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, সাংবাদিক কাওছার ইকবাল, সাংবাদিক দিপংকর ভট্টাচর্য্য লিটন ও প্রথম আলো শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার।
উল্লেখ্য শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি পেয়ে শ্রীমঙ্গল থেকে বিদায় নেয়ার পূর্ব মূহুর্তে তার প্রতিশ্রুতি অনুযায়ী উপজেলা পরিষদের ফান্ড থেকে অর্থ বরাদ্দ দিয়ে এর যাত্রা শুরু করেন।
মন্তব্য করুন