শ্রীমঙ্গল থেকে অপহরণকারী আটক করেছে র্যাব-৯
October 21, 2020,

স্টাফ রিপোর্টার॥ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকিএ র নেতৃত্বে একটি আভিযানিক অভিযান চালায়।
২০ অক্টোবর মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার দূর্গম এলাকা থেকে এস এম পির কোতোয়ালি মডেল থানার মামলা নং-৩৬তারিখ-২২/০৯/২০২০খ্রি.ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৭/৩০ এর এজাহার ভুক্ত পলাতক আসামি রুমান খান সজিব (২৪), পিতা-জালাল আহমদ, সাং-জালালিয়া রোড, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার’কে গ্রেফতার করেন। র্যাব ধৃত ব্যাক্তিকে সংশিষ্ট থানায় হস্তান্তর করেছে।
মন্তব্য করুন