শ্রীমঙ্গল থেকে ইয়াবাসহ ২ জন সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯

বিকুল চক্রবর্তী॥ গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে মেীলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে।
১৪ আগষ্ট মঙ্গলবার আভিযানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ভাড়াউড়া চা বাগান এলাকা থেকে ৭২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-৯। আটককৃত অভিযুক্তদ্বয়ের নাম ও ঠিকানাঃ- ১। আব্দুল মোসাব্বির (২৬), পিতা- মোঃ ফারুক মিয়া, গ্রাম- বাড়ইকোনা, থানা- সদর, জেলা- মৌলভীবাজার, ২। মোঃ শিমুল মিয়া (২২), পিতা- মোঃ আব্দুল হামিদ, গ্রাম- উলহা, থানা- সদর, জেলা- মৌলভীবাজার। উলে¬খ্য যে, ধৃত আসামীদ্বয় এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। উদ্ধারকৃত মাদক দ্রব্যসহ ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন