শ্রীমঙ্গল থেকে সরাসরি বেনাপোলগামী লাক্সারী বাস সার্ভিসের উদ্বোধন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ সিলেটের ওপার সুন্দর্য উপভোগ করতে যশোয়র বেনাপোল এলাকার ভ্রমন পিপাসুদের সরাসরি যাতায়াতের জন্য ও সিলেটের কলকাতাগামী যাত্রীদের সহজ যোগাযোগের লক্ষ্যে শুক্রবার থেকে শুরু হয়েছে সিলেট- বেনপোল সরাসরি বাস সার্ভিস।
৫ অক্টোবর শুক্রবার রাত ৯টায় শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডে ফিতা কেটে শুভ উদ্বোধন ও দোয়া মাহফিলের পর মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যায় মামুন পরিবহনের একটি লাক্সারী বাস।
মামুন পরিবহনের কর্তৃপক্ষ জানান, এখন থেকে মামুন পরিবহনের একটি বাস প্রতিদিন রাত সাড়ে ৮টায় শ্রীমঙ্গল থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং প্রতিদিন বিকেলে ৪টায় বেনাপোল থেকে অপর একটি বাস সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসবে। বাসটির মাধ্যমে ঢাকা, ফরিদপুর, মাগুরা ও যশোয়রগামী যাত্রীরা সুবিধা ভোগ করতে পারবেন। যাত্রীদের সুবিধার জন্য কোম্পানীর শ্রীমঙ্গল বুকিং নাম্বার ০১৭১৬৭৫৪০৯৫। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবহন শ্রমিক, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন