শ্রীমঙ্গল পৌর এলাকার ২ হাজার ৭শ’ পরিবার পেয়েছে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী

স্টাফ রিপোর্টার॥ কোভিড-১৯ করোনাভাইরাস পরিস্থিতিতে পৌরসভার ৯টি ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবহন শ্রমিক পরিবারকে নগদ অর্থ এবং হতদরিদ্র ২ হাজার ২শ’পরিবারকে দেয়া হয়েছে খাদ্য সামগ্রী।
৫ আগষ্ট বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল পৌরসভার সামনে স্বাস্থ্যবিধি মেনে উপকারভোগীদের মাঝে এ সকল সহায়তা বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা এসব নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে পৌর মেয়র মো. মহসিন মিয়া মধু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি।
এছাড়াও শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির, পৌর কাউন্সিলর’ প্যানেল মেয়র-১ আলহাজ্ব মো. কাজী আব্দুল করিম, পৌর কাউন্সিলর’ প্যানেল মেয়র-২ মীর এম সালাম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল, সাংবাদিক মামুন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া হচ্ছে। দেশে কোন মানুষকে খাদ্যের জন্য কষ্ট করতে হবে না। তিনি বলেন, ঘরে খাবার নেই একথা বলার মত মানুষ এখন দেশে খুজেঁ পাওয়া দুষ্কর।
মন্তব্য করুন