সমন্বিত প্রয়াসে কাজ করলে আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে এসডিজি বাস্তবায়ন সম্ভব

November 19, 2020,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে এসডিজি বাস্তবায়নে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এডাব মৌলভীবাজার এর আয়োজনে জেলার বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিককর্মী, প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

বুধবার বিকেলে এডাব মৌলভীবাজার এর সভাপতি আব্দুল মালিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ হামিদের সঞ্চালনায় বক্তারা পৃথিবী থেকে ক্ষুধা, দরিদ্র, অশিক্ষা, অসমতা, নারীর প্রতি বৈষম্য, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় তারা সমন্বিত প্রয়াসে কাজ করলে আগামী ২০৩০ সালের মধ্যে এ সকল সমস্যা সমাধান করে এসডিজি বাস্তবায়ন সম্ভব বলে অভিমত প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com