সমবন্ঠনের একটি ইউনিয়ন পরিষদ দেখতে চাই মতবিনিময় সভায় শাহজান আসুক

September 24, 2020,

স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলাধীন ২নং উত্তরভাগ ইউনিয়নের চান্দভাগ গ্রামের এক সমাজসেবির নাম শাহজান আসুক। দীর্ঘদিন যাবৎ প্রবাসে থাকলেও নিজ ইউনিয়নের সাধারণ মানুষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করছেন। বিশাল এই ইউনিয়নের দুই তৃতীয়াশ চা বাগান আর পাহাড়ি এলাকায় বেষ্ঠিত। ইউনিয়নের অবশিষ্ট একভাগ কুশিয়ারা নদী বেষ্টিত ভাটি এলাকা।

ওই ভাটি এলাকার ছিক্কা গ্রাম, কামালপুর, আমনপুর, সুরীখাল, যুগীকোনা, সুপ্রাকান্দি, কেশরপাড়া, সুনামপুর, উমরপুর, কান্দিগাঁও, জোড়াপুর, রামপুর, গালিমপুর, শাফাতপুর, রুস্তুমপুরসহ আরো বেশ কয়েকটি গ্রামের জনপদ বছরের প্রায় অর্ধ্ববছর বন্যা কবলিত হয়ে জলমগ্ন থাকে। এখানকার সড়ক যোগাযোগ ব্যবস্থা অনুন্নত থাকার কারণে পিছিয়ে আছেন ওই এলাকার প্রায় ১০ হাজার মানুষ। প্রায় ৩ যুগ ধরে উজান এলাকার বাসিন্দা ওই ইউনিয়নের চেয়ারম্যন নির্বাচিত হচ্ছেন। তাদের অবহেলার কারণে ওই ভাটি এলাকার রাস্তা-ঘাট পুরোধমে সস্কার হয়নি আজো। ভাটি অঞ্চলের স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান, তাদের একমাত্র সমস্যা সড়ক যোগাযোগ ব্যবস্থা। কয়েক যুগ ধরে উজানের পাহাড়ি এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগলেও ওই একভাগ ভাটি ও বন্যা কবলিত এলাকা উন্নয়ন বঞ্চিত হয়। ভার্চুয়াল পদ্ধতিতে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে এক মতবিনিময় সভায় স্থানীয়দের সাথে কথা বলেন শাহজান আসুক। তিনি সবাইকে আশ^স্থ করেন “আগামীতে চেয়ারম্যান হই আর না হই, পুরো ইউনিয়নে সমবন্ঠনের ব্যবস্থা করবো। বিশেষ করে ভাটি এলাকার সড়ক সস্কারের অভাব রয়েছে। বন্যা প্রতিরোধ করতে ওই ভাটি এলাকার রাস্থা-ঘাট সস্কার করতে উদ্যোগী হবো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com