সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ
October 1, 2020,

স্টাফ রিপোর্টার॥ বছরব্যাপি ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আতত্তায় বসতবাড়িতে ফল উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিলনায়তনে হর্টি কালচার সেন্টার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দিন ব্যাপি প্রশিক্ষণে সভাপতিত্ব করেন হর্টি কালচার সেন্টারের তত্বাবধায়ক অবিনাশ চন্দ্র দাশ। এতে প্রশিক্ষণ প্রদান করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুল বারী, অতিরিক্ত উপপরিচালক সামসুদ্দিন আহমদ, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আনোয়ার হোসেন।
জেলা ৩০ জন কৃষক এতে অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রতি কৃষককে ৫টি আম ও ২ মালটার চারা প্রদান করা হয়।
মন্তব্য করুন