সরকারি ছুটি ৩দিনের দাবিতে কমলগঞ্জে জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

প্রনীত রঞ্জন দেবনাথ॥ শারদীয় দূর্গাপূজায় ৩দিনের সরকারি ছুটির দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ১ অক্টোবর সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সম্মূখে বাংলাদেশ হিন্দু মহাজোট, যুব মহাজোট ও ছাত্র মহাজোট কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী।
সজীব দেবরায়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন এড. বিষ্ণুপদ ধর, কমলগঞ্জ উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক অর্জুন দেবনাথ নিধু, অসীম চৌধুরী, ইন্দ্রজিৎ পাল, বাবুল দেব, অপু রায় পার্থ, রিপন চক্রবর্তী, অমিত ধর প্রমুখ। মানববন্ধন শেষে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়। অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, যুব মহাজোট, ছাত্র মহাজোট ও জেলা মহাজোটের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন