সর্বস্তরে মাতৃভাষা প্রচলনের মাধ্যমে একুশের চেতনা বাস্তবায়ন করতে হবে-প্রিন্সিপাল এহসান বিন মুজাহির

February 21, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল লেখক ও সাংবাদিক এহসান বিন মুজাহির বলেছেন-একুশের চেতনা ব্যাপক ও বিস্তৃত। আমরা সে চেতনা এখনো বাস্তবায়ন করতে পারিনি। বাংলা ভাষার বিকাশ ও সর্বস্তরে এখনো মাতৃভাষা চালু হয়নি। অপসংস্কৃতির মধ্যে আমাদের হাজার বছরের ঐহিত্য বাঙালি সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। এ দিবসকে বিশ্ববাসীর কাছে তাৎপর্যময় করে তোলার দায়িত্ব আমাদের সবার। ভাষা শহীদদের মর্যাদা ও মাতৃভাষার ইজ্জত রক্ষার জন্য সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের মাধ্যমে একুশের চেতনা বাস্তবায়ন করতে হবে।
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২১ ফেব্রুয়ারি সকাল ১১টায় জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির।
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক মুহিবুর রহমান, শারমিন জান্নাত, তানিশা চৌধুরী নিতু, হাসানুজ্জামান চৌধুরী এবং মোঃ অলিদুর রহমান।
সভাপতির বক্তব্যে লেখক ও সাংবাদিক এহসান বিন মুজাহির আরো বলেন-মহান একুশ আমাদের চেতনা ও অহঙ্কার। বাঙালি জাতির চির প্রেরণা ও অবিস্মরণীয় এই দিনটি শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে ২১ ফেব্রুয়ারি বুকের রক্ত ঢেলে দিয়েছিল আব্দুস সালাম, আব্দুল জব্বার, আবুল বরকত, শফিউলসহ অনেকেই। পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য রাজপথে বুকের রক্ত ঢেলে দেয়ার প্রথম নজির এটি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অঙ্গিকার হোক সর্বস্তরে মাতৃভাষাকে মূল্যায়ন করার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com