সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি্র কেন্দ্রীয় গ্রন্থাগার পরিদর্শন করলেন,জেলা প্রশাসক রাহাত আনোয়ার
১৩ মে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি্র কেন্দ্রীয় গ্রন্থাগার পরিদর্শন করলেন, সিলেটের নতুন জেলা প্রাশাসক রাহাত আনোয়ার। পরিদর্শনকালে তিনি কেন্দ্রীয় গ্রন্থাগার ঘুরে দেখেন ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং লাইব্রেরীর সুন্দর ও মনোরম পরিবেশ দেখে তিনি ভূয়সী প্রশংসা করেন। এই সময় সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মোঃ মনির উদ্দিন, প্রশাসন ও জনসংযোগ পরিচালক, তারেক উদ্দিন তাজ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও প্রক্টর মাহবুব ইবনে সিরাজ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব,উপ-গ্রন্থাগারিক মোহাম্মদ মোস্তফা কামাল,লাইব্রেরী অফিসার গউছ উদ্দিন চৌধুরী এবং সেকশন অফিসার সুবিনয় আচার্য্য রাজু।এর আগে তিনি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি্র ক্যাম্পাসে অবস্থিত আমেরিকান কর্নারে, জিস্ট কর্তৃক আয়োজিত আঞ্চলিক স্টেট অ্যালামাইন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন