সিলেট রেঞ্জের শ্রেষ্ট হলেন কুলাউড়া সার্কেলের চার পুলিশ কর্মকর্তা
September 11, 2021,

স্টাফ রিপোর্টার॥ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রনীত অভিন্ন মানদন্ডে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট হয়ে পুরস্কৃত হয়েছেন কুলাউড়া সার্কেলের ৪ পুলিশ কর্মকর্তা। বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ সিলেট রেঞ্জের শ্রেষ্ট পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সহ রেঞ্জ অফিসের এসপি ও জেলার এসপিবৃন্দ।
পুরস্কারপ্রাপ্ত অফিসাররা হলেন, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়, বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার ও কুলাউড়া থানার ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম।
মন্তব্য করুন