সি আর পির চিকিৎসা কেন্দ্র মৌলভীবাজারে বহাল রাখার দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার॥ পক্ষাঘাতগ্রস্তদের পূণর্বাসন ও চিকিৎসা সেবা কেন্দ্র (সিআরপি) মৌলভীবাজারে বহাল রাখার দাবিতে মৌলভীবাজারবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৭ এপ্রিল দুপুরে চৌমুহনী চত্বরে সমাজকর্মী এম এ সামাদ এর পরিচালনায় ও ডা: এ কে লুৎফুল হক এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ডাঃ একে জিল্লুল হক, আখাইলকুড়া ইউনিয়ন চেয়ারম্যান সেলিম আহমদ, দৈনিক বাংলারদিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ, অটিষ্টিক বিদ্যালয়ের শিক্ষক ডি.ডি.বাবুল, এ্যাডভোকেট হাফেজ আব্দুল আলিম ও আজির উদ্দিন আহমদ চৌধুরী প্রমুখ। মানববন্ধনে ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের শিক্ষার্থী, স্কুল-কলেজের সাধারণ ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সমাজকর্মী, চিকিৎসক, এ্যাডভোকেট সহ বিভিন্ন শ্রেণী-পেশার লোক উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ২০১১ সালে সিআরপি চিকিৎসা সেবা কেন্দ্র মৌলভীবাজার স্থাপন করার পর থেকে অদ্যবধি পর্যন্ত প্রায় ২৬ হাজার রোগীকে সেবা দিয়েছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের গত সাড়ে তিন মাসে ৪ হাজার রোগীকে সেবা দিয়েছে। পর্যাক্রমে দিন দিন এর রোগী সংখ্যা বাড়ছে। বর্তমানে মৌলভীবাজার শহরের পশ্চিমবাজারে যে ভবনে সিআরপির চিকিৎসা সেবা চলছে ওই ভবনটিও একজন প্রবাসী বিনা ভাড়ায় ৫বছরের জন্য দিয়েছেন। স্থায়ী চিকিৎসা সেবা কেন্দ্র স্থাপন করার জন্য একজন প্রবাসী জায়গা দেয়ারও প্রস্তাব দিয়েছেন। কিন্তু তার পরেও অদৃশ্য কারণে সিআরপি মৌলভীবাজার থেকে সিলেট চলে যাচ্ছে। এ জেলার রোগীদের স্বার্থে এই প্রতিষ্ঠানটি মৌলভীবাজার ঠিকিয়ে রাখতে বক্তরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের কাছে জোরদাবী জানান।
মন্তব্য করুন