সুবিধা বঞ্চিত মানুষের উন্নয়নে কাজ করতে চাই জোহরা আলাউদ্দিন এমপি

October 23, 2021,

স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছেন। সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ২২ অক্টোবর মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পশ্চিম দিগলগজী গ্রামে এক উটান বৈঠকে তৃনমূলের মানুষের সাথে মতবিনিময় করেন।
এসময় গ্রামবাসী তাদের রাস্তাঘাট,মসজিদ ও গ্রামের অবকাঠামো উন্নয়ন নিয়ে বিভিন্ন দাবী উপস্থাপন করেন,উক্ত উটান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার -হবিগঞ্জ জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি,সভাপতিত্ব করেন মোঃ মশাহিদ মিয়া,সভাপতি পশ্চিম দিগলগজী বায়তুননুর জামে মসজিদ,বক্তব্য রাখেন মোঃফরুক আহমদ,সাধারন সম্পাদক,পশ্চিম দিগলগজী বায়তুননুর জামে মসজিদ,মোঃ আব্দুল আহাদ, মঞ্চে উপস্থিত ছিলেন তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার এর জেলা টিম প্রধান সাইফুল ইসলাম সরকার, মোঃ ময়নু মিয়া,মোঃ আব্দুল হাই,মোঃ নুরুল ইসলাম,মোঃবাচ্চু ভাণ্ডারী, মোঃ দেলোয়ার হোসেন,মোঃ মনর মিয়া,মোঃ সমুজ মিয়া,মোঃ শায়েক মিয়া,কালাম মিয়া,বাচ্চু মিয়া,শাহ আলম মিয়া,চুনু গাজী,মোঃ দেলু মিয়া,মোঃনুরু মিয়া,মোঃ ছলিম মিয়া,মোঃ করিম মিয়া,মোঃ নজরুল ইসলাম,মোঃ ছবুর আহমদ কবির মোঃ বিল্লাল হোসেন,শফি মাহমুদ,মোঃ জসিম উদ্দিন,স্বপন চৌধুরী,শাহিন আহমদ,আব্দুর রশিদ,মোঃকাচা মিয়া,ছমির মিয়া প্রমূখ সহ এলাকার পুরুষ ও মহিলা। সঞ্চালনায় ছিলেন ছিলেন ৮নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজ সেবক ও তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার এর জেলা টিম সমন্বয়কারী সুমন আহমদ। উক্ত উটান বৈঠকে সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা হতে আগত জনসাধারণ। উটান বৈঠক শেষ হবার পর তিনি ৮নং ওয়ার্ডের কিছু রাস্তা পরিদর্শন করেন আর উপস্থিত সবাইকে সহযোগিতার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com