সুব্রত রায়ের সৎকারে গাউসিয়া কমিটি বাংলাদেশ মৌলভীবাজার জেলা টিম

September 14, 2020,

স্টাফ রিপোর্টার॥ গোবিন্দপুর নিবাসী বাবু সুব্রত রায় (৮৫) করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরন করলে পরিবারের পক্ষ হতে মৃতের ভাতিজা মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর মনবীর রায় মন্জু বাবু আমার সাথে যোগাযোগ করার সাথে সাথে  টিম প্রধান মাসুম ফারুকীকে অমুসলিম সদস্যদের(মিলন দে সহ ৬ সদস্যের টিম) রেডি করে গোবিন্দপুর চলে যেতে বলি,ইতিমধ্যেই সিলেট হতে লাশ আসার সাথে সাথে সৎকারের কর্ম শুরু হয় সে দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত চলে সৎকারের কার্যক্রম।

সাইফুল ইসলাম জুনেদ,প্রধান তাকরীম ফাউন্ডেশন কে ধন্যবাদ জানাই সৎকারে উপস্থিত হয়ে উৎসাহ প্রদানের জন্য।

মানবতার সেবায় গাউসিয়া কমিটি বাংলাদেশ সারাদেশে কাফন,দাফন ও সৎকারে অনন্য ভুমিকা পালন করে যাচ্ছে,

ইতিমধ্যে গাউসিয়া কমিটি বাংলাদেশ একহাজারের অধিক লাশ দাফনে সরাসরি সহযোগিতা করল,এর মধ্যে অমুসলিম সৎকারের তালিকায় মৌলভীবাজারের সুব্রত রায় ১৫তম সৎকার।

অক্সিজেন, এম্বুলেন্স, রক্তদান,বৃক্ষ রোপণ,রাস্তাঘাট মেরামত সহ নানাবিধ সামাজিক কাজে গাউসিয়া কমিটি বাংলাদেশ দেশ এবং বিশ্বের কাছে সম্মান অর্জন করতে সক্ষম হয়েছে। সর্বস্তরের মানুষের সহযোগিতা বিশেষ করে বাঙালি প্রবাসীদের সহযোগিতা লক্ষণীয়।

আমি অংশগ্রহণ কারী সকল সদস্যদের সুস্বাস্থ্যে ও সুন্দর জীবন কামনা করছি মহান রাব্বুল আলামীনের দরবারে।

কাজী মোহাম্মদ কুতুব উদ্দীন সাধারন সম্পাদক ও সমন্বয়ক  গাউসিয়া কমিটি বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com