সৈয়দ মহসীন আলীর সম্মাননায় বাংলাদেশ তাঁতীলীগের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ওমর ফারুক নাঈম ॥ প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলীকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরুষ্কারে ভূষিত করায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে সদর বাংলাদেশ তাঁতী লীগ।
রবিবার ১৬ এপ্রিল বিকালে মৌলভীবাজার পৌর কমিউনিটি সেন্টারে সদর পলাশ বৈদ্য এর সভাপতিত্বে ও খালেদ আহমদ এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস সৈয়দা সায়রা মহসীন।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, সদর উপজেলা সাধারণ সম্পাদক আনহার আহমদ, সেচ্ছাসেবকলীগ জেলা সভাপতি নজমুল হক, সৈয়দ নওশের আলী, কনকপুর ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান, পৌর সভাপতি আতাউর রহমান ,সাবেক ছাত্রনেতা মোঃ খালেদ মাহমুদ, ও মৌলভীবাজার সদর উপজেলাসহ বাংলাদেশ তাঁতীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন