সোনার বাংলা আদর্শ ক্লাবের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান

September 6, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন ও ২নং মনুমুখ ইউনিয়নের সমন্বয়ে গঠিত সোনারবাংলা আদর্শক্লাবের উদ্যোগে আয়োজিত এসএসসি ২০২০ইং জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।

৬ সেপ্টেম্বর রবিবার সকাল ১১ ঘটিকায় লামুয়া বাজারে কয়েছ শপিং কমপ্লেক্সে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোনার বাংলা আদর্শ  ক্লাবের সভাপতি কয়েছ মিয়ার সভাপতিত্বে ও  সহ সাধারণ সম্পাদক সাম্মু চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসন এর সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদুর রহমান মসুদ সাধারণ সম্পাদক-২ নং মনুমুখ ইউনিয়ন আওয়ামীলীগ, এ এসআই মোসাহিদ কামাল শেরপুর পুলিশ ফাঁড়ি,লামুয়া বাজার ব্যাবস্থায়ী সমিতির সাবেক সভাপতি মুছা মিয়া।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি শাকের হোসেন, তোফায়েল আহমেদ, রিপন আহমেদ, সাধারণ সম্পাদক আলামিন কবির সোহাগ, অর্থ সম্পাদক মামুনুর রশীদ মাছুম,দপ্তর ও অফিস সম্পাদক পবলু আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ জুবায়ের আহমেদ, রিজন আহমেদ, মুনাইম আহমেদ, তারেখ আহমেদ, ইমরুল হাসান ইমাদ, তানজিল হোসেন, পারভেছ আহমেদ, ইকবাল হোসেন, নাজমুল হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com