সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কমলগঞ্জ উপ-শাখার উদ্বোধন

November 28, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ জনগণের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বেসরকারী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের কমলগঞ্জ উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার ২৮ নভেম্বর সকাল ১১টায় প্রধান কার্যালয় হতে ভার্চ্য়ুালি প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমলগঞ্জ উপ-শাখাসহ দেশের ১১টি উপশাখার উদ্বোধন করেন, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

পরে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারের নজরুল প্লাজার দোতলায় উপ-শাখার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সোশ্যাল ইসলামী ব্যাংক শ্রীমঙ্গল শাখার অপারেশন ম্যানেজার খন্দকার আনোয়ার মাসুমের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো.নিজামুল হক, কমলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার আব্দুল মুনিম তরফদার, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সভাপতি ও সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, খন্দকার আহমদ হোসেন, পৌর বণিক সমিতির সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন, ব্যবসায়ী মো. আনহার আলী, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কমলগঞ্জ উপ-শাখার ইনচার্জ আবুল হাসনাথ শাব্বীর আহমেদ কুরেশী।

এ সময় ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা ফিতা কেটে ও মোনাজাতের মাধ্যমে ব্যাংকটির উপ-শাখার উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com