সৌদিয়া পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে : নৌবাহিনীর সদস্যসহ আহত-৪

January 14, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের পুলিশ লাইন এলাকায় যাত্রীবাহী সৌদিয়া পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় নৌবাহিনীর সদস্য ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ ৪ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ১৪ জানুয়ারি ভোরে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন, নৌবাহিনীর সদস্য শাফায়াত হোসেন (৪৭), শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্র মোঃ রাকিবুল হাসান (২৪), মহাম্মদ রনি (১৯), এখতিয়ার মিয়া (৪৫)।
জানাযায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহন মৌলভীবাজার হয়ে সুনামগঞ্জ যাওয়ার পথে মৌলভীবাজার শ্রীমঙ্গল সড়কের পুলিশ লাইন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে চার যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা নিয়ে সবাই চলে যান।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান পুলিশ বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com