স্কলার্স ফাউন্ডেশন কর্তৃক জেলাব্যাপী মেধা যাচাই প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

March 2, 2024,

স্টাফ রিপোর্টার॥ স্কলার্স ফাউন্ডেশন জেলাব্যাপী মেধা যাচাই প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১ মার্চ শুক্রবার সকাল ১০ঘটিকায় মৌলভীবাজার জনমিলন কেন্দ্রে স্কলার্স ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান, বিশিষ্ট সমাজকর্মী ও ব্যাংকার চৌধুরী মোহাম্মদ মেরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ উপদেষ্টা প্রফেসর ড.মোহাম্মদ ফজলুল আলী, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, মৌলভীবাজার জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু, স্কলার্স ফাউন্ডেশনের উপদেষ্টা ও বাংলাদেশ সংবাদ সংস্হা বাসস জেলা প্রতিনিধি ডা: ছাদিক আহমদ, উপদেষ্টা ও লেখক ড.মো: আবু তাহের, সৈয়দ শাহ মোস্তফা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল রুমা ধর কৃষ্ণা, জি এইচ সিকদার উইমেন্স মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা:আমিরুন্নেছা নার্গিস, মৌলভীবাজার পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী আবুল হোসাইন খান, বিশিষ্ট রোটারিয়ান এ এইচ এম সাহাব উদ্দিন আহমেদ, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী শেখ মাহমুদুল হাসান প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক কামরুল হাসান ও সোহেল আহমেদের যৌথ পরিচালনায় এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মকবুল হোসাইন খান, প্রবাসী কমিউনিটি লিডার ও সমাজসেবক আব্দুল কাইয়ুম তালুকদার, কাজী জহিরুল ইসলাম মহিদ, শিক্ষানুরাগী সৈয়দ তফজ্জুল হোসাইন, সংগঠনের ভাইস চেয়ারম্যান সৈয়দ ইশতিয়াক জাকেরিন, ডা:সিকান্দার সবতেরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামাল হোসেন চৌধুরী, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক তাকবির হোসাইন, সহকারী শিক্ষক রহিমা বেগম সহ স্কলার্স ফাউন্ডেশনের বিভিন্ন নেতৃবৃন্দ। বক্তারা স্কলার্স ফাউন্ডেশনের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ মেরাজের ভুয়সী প্রশংসা করে এরকম মহতি উদ্দোগ অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে অতিথিবৃন্দ মেধা যাচাই পরীক্ষায় কৃতকার্য ৪১জন শিক্ষার্থীদেরকে নগদ অর্থ, মেডেল, সনদপত্র ও শিক্ষা উপকরণ সামগ্রী তোলে দেন। পাশাপাশি স্কলার্স ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অনুষ্ঠানের সভাপতি চৌধুরী মোহাম্মদ মেরাজ প্রবাসী উপদেষ্টা নুরুল ইসলাম মাহবুব, সাঈদুর রহমান রেনু, হারুনুর রশীদ,শাহ বাবলু হোসেন সহ সকল উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com