স্কুল শিক্ষকসহ দুই ঝুলন্ত লাশ উদ্ধার

May 18, 2017,

বিশেষ প্রতিনিধি॥ মৌলভীবাজারে পৃথক দুটি এলাকা থেকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দু’জনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৭ মে বুধবার সকালে শহরের সৈয়দ শাহ মোস্তফা কলেজ সংলগ্ন এলাকা থেকে প্রধান শিক্ষক কৃষন পদ দেবনাথের লাশ ও দুপুরে সৈয়ারপুর এলাকা থেকে রাজু আহমদ  নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মরদেহ দুটি শহরের সৈয়দ শাহ মোস্তফা কলেজ সংলগ্ন এলাকার মৃত মোহনলাল দেবনাথ এর ছেলে জুমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষন পদ দেবনাথ (৫০) এর নিজ কক্ষে ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
অন্যদিকে সৈয়ারপুর এলাকার আব্দুল বারিক এর ছেলে রাজু আহমদ (১৬) দুপুরে তাঁর নিজ কক্ষে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করলে পরিবারের লোকজন পুলিশকে খবর দেন।
মৌলভীবাজার মডেল থানার উপপরিদশর্ক (এসআই) বজলুর রশিদ বলেন, কীভাবে ওই দুজনের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আর লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com