স্থানীয় শিল্পীদের আবাহনের মধ্যদিয়ে বর্ষবরন

April 15, 2017,

স্টাফ রিপোর্টার॥ পহেলা বৈশাখের নতুন ভোর থেকে নানা আয়োজনে ১৪২৪ বাংলাকে বরন করে নিলো মৌলভীবাজারের সর্বস্তরের মানুষ।

১৪ এপ্রিল শুত্রুবার সকালে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ,জনমিলনকেন্দ্র,পৌরসভা প্রাঙ্গনে বর্ষবরন মঞ্চে সমবেত কন্ঠে ‘এসো হে বৈশাখ এসো এসো…’ এই আগমনী সংগীতে নববর্ষকে আবাহন করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ । পরে অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির বিকাশে মঙ্গল শোভাযাত্রা বের হয় শহরে।

নতুন জামাকাপড় পড়ে বর্ণিল সাজে সজ্জ্বিত হয়ে ব্যনার ফেস্টুন হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় হাজারো নারীপুরুষ-শিশুকিশোর। গ্রাম বাংলার প্রতিছবি ফুটে উঠে এ শোভাযাত্রায়। শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিন শেষে বর্ষ বরন মঞ্চে শেষ হয় বর্নাঢ্য শোভাযাত্রা। পুরো শহর জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় বিকেল ৫টা পর্যন্ত চলবে আবৃত্তি, নৃত্য ,নাটিকা ও সংগীতানুষ্টান ।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বয়সী নারী পুরুষ সকাল থেকেই বর্ষবরণ উৎসবে যোগ দিয়েছেন।  সম্প্রীতি ও সুন্দর আগামী দিনের প্রত্যাশা তাদের।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com