স্বাস্থ্যবিধি অমান্য করায় ৪৫ জনকে অর্থদন্ড

স্টাফ রিপোর্টার॥ মাস্ক পরিধান না করা এবং স্বাস্থ্যবিধি অমান্য করে গণপরিবহন পরিচালনা করার অপরাধে ৪৫ ব্যক্তি, পরিবহণ কতৃপক্ষ ও প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টে অর্থ দন্ড প্রদান করা হয়।
১০ জুন বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার সদর উপজেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান ও গণপরিবহনে চলাচল করায় দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় ৪৫ জন ব্যক্তিকে মোট ২০,৪৫০/= টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।
মহামারী কোভিভ- ১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা সার্বিক তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন মৌলভীবাজার এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে জেলা পুলিশ।
মন্তব্য করুন