স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

August 11, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ: দেশব্যাপী করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে চলমান লকডাউনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় ১০ আগষ্ট মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেগম সোমাইয়া আক্তার। অভিযানে সরকার কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করায় উপজেলার শমশেরনগর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি মামলায় সর্বমোট হাজার ১ হাজার ৩০০ শত টাকা অর্থদন্ড আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেগম সোমাইয়া আক্তার বলেন, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com