স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিলেটের ফরহাদ সহ সভাপতি ও মৌলভীবাজারের স্বাগত সহ সাংগঠনিক নির্বাচিত

September 20, 2020,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ১৪৯ সদস্যের নাম ঘোষনা করা হয়েছে। মোস্তাফিজুর রহমান কে সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল কে সাধারণ সম্পাদক ও ইয়াছিন আলী কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

১৯ সেপ্টেম্বর শনিবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই আংশিক কমিটি প্রকাশ করা হয়।

কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগে ৪ জনের নাম রয়েছে। সিলেট সিটি কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্ববায়ক ফরহাদ চৌধূরী শামীম সহ সভাপতি (সিলেট বিভাগ), হবিগঞ্জ এর মখলিছুর রহমান যুগ্ন সম্পাদক, মৌলভীবাজার পৌর কাউন্সিলর ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধূরী সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) এবং মৌলভীবাজারের সৈয়দ কামরুজ্জামান জুবেদ সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

এ ব্যাপারে নব নির্বাচিত সহ সভাপতি ফরহাদ চৌধূরী শামীম এর সাথে মোবাইলে উনার প্রতিক্রিয়ায় বলেন দেশের এই ক্রান্তিলঘনে যেখানে কথা বলার বাঁক স্বাধীনতা নেই সেই সময় আমাকে যে গুরু দায়ীত্ব দেয়া হয়েছে আমি শহীদ জিয়ার হাতে গড়া সাংগঠে নর রাজ পথের একজন কর্মী আমার দায়ীত্ব যথাযথ ভাবে পালনের চেষ্টা চালিয়ে যাবো। তিনি বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া,মজলুম জননেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির,স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, পাশাপাশি আমার নেতা এম ইলিয়াছ আলী আজকে নিখুঁজ তিনি থাকলে অনেক খুশি হতেন এবং স্বরন করি সদ্য প্রয়াত সভাপতি শফিউল বারী বাবু কে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com