স্বেচ্ছাসেবক লীগ এর কেন্দ্রীয় সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ

November 2, 2020,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সভাপতি নির্বাচিত হলেন মৌলভীবাজার জেলার  সদর উপজেলার ফুলতৈল গ্রামের সুব্রত পুরকায়স্থ। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ’র সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র সঞ্চালনায় ৩১ অক্টোবর শনিবার বিকাল ৪ টায় টুঙ্গিপাড়া বিজয় গেস্ট হাউজে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার জেলার ফুলতৈল গ্রামের বাসিন্দা সুব্রত পুরকায়স্থ’র। তিনি সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক বাংলাদেশ ছাত্র লীগ এর কেন্দ্রীয় সংসদের সদস্য, বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদের সিলেট বিভাগের দ্বায়িত্ব প্রাপ্ত নেতা দায়িত্বে ছিলেন।

তিনি বলেন জননেত্রী শেখ হাসিনা যে আস্থা ও বিশ্বাস নিয়ে দায়িত্ব দিয়েছেন সেই আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com