স্যানিটেশন মাস এবং বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
স্টাফ রিপোর্টার॥ “উন্নত স্যানিটেশন নিশ্চিত করি,করোনা ভাইরাসমুক্ত জীবন গড়ি” এই প্রতিবাদ্যকে সামনে রেখে জেলায় জাতীয় স্যানিটেশন মাস এবং বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে
১৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসন ও জনস্বাস্হ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সুচনা কর্মসূচি মৌলভীবাজার এর সহযোগিতায় জাতীয় স্যানিটেশন মাস এবং বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্ভাচ্যুাল আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুনুর রশিদ এর সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ তৌহিদ আহমদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। আলোচনা সভায় মুল বক্তব্য পাঠ করেন জনস্বাসাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ সোহরাব হোসেন।
সভায় অংশ গ্রহন করে বক্তব্য রাখেন সুচনা কর্মসূচি জেলা কারিগরি ব্যবস্হাপক ফাতেমা কানিজ, সেভ দ্যা চিলড্রেন প্রতিনিধি কাজী আলম, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব প্রমুখ।
মন্তব্য করুন