হরতালে শ্রীমঙ্গলের জীবনযাত্রা স্বাভাবিক ছিল
November 20, 2023,
এম মুসলিম চৌধুরী॥ বিএনপি জামাতের ৪৮ ঘন্টার হরতালের শেষ দিনে শ্রীমঙ্গল শহরের জীবনযাত্রা স্বাভাবিক ছিল।
সোমবার ২০ নভেম্বর সকাল থেকে বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, ব্যবসা প্রতিষ্টান খোলা ছিল। চলাচল করেছে আঞ্চলিক সড়কে বাস-মিনিবাসসহ প্রাইভেট যানবাহন। হরতালের কোন প্রভাব শ্রীমঙ্গল শহরের কোথাও দেখা যায়নি। দেখা যায়নি বিরোধী দলের মিছিল মিটিং ও পেকেটিং। বেলা বাড়ার সাথে সাথে শহরের হবিগঞ্জ রোড, মৌলভীবাজার রোড, স্টেশন রোড ও চৌমুহনী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। চৌমুহনীতে যানজট এড়াতে ট্রাফিক পুলিশকে ব্যবস্থ সময় পার করতে দেখা গেছে।ত অবরোডের সময় বন্ধ থাকলেও আজ সকাল থেকে হবিগঞ্জ-শ্রীমঙ্গল রোডের বাস চলাচল করতে দেখা গেছে। এছাড়াও ঢাকা-সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক সড়কে চলাচলকারী বেশ কিছু বাস চলাচল করতে দেখা গেছে।
মন্তব্য করুন