হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণাসহ ১০ দফা দাবিতে সমাবেশ

April 30, 2017,

জুড়ী প্রতিনিধি॥ হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্থ মানুষ বাঁচাতে অবিলম্বে বন্যাকবলিত হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণাসহ ১০ দফা দাবিতে মৌলভীবাজারের রাজনগর, জুড়ি ও কমলগঞ্জ উপজেলায় সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার ৩০ এপ্রিল সকাল ১১টার দিকে বাংলাদেশ খেতমজুর সমিতি, বাংলাদেশ কৃষক সমিতি এবং সমাজতান্ত্রিক খেতমজুর ও কৃষক ফ্রন্ট উপজেলা কমিটি যৌথভাবে এ কর্মসূচি পালন করে।
মিছিল শেষে রাজনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ মৌলভীবাজার জেলা কমিটির সদস্যসচিব মুজাহিদ আহমদ। বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক সম্পা বসু, কৃষক সমিতি মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক জহর লাল দত্ত, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সহসাধারণ সম্পাদক মাসুক মিয়া, কৃষক সমিতির রাজনগর উপজেলা শাখার আহ্বায়ক সুরুক আহমদ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা কমিটির সভাপতি মিটন দেবনাথ।
অন্যান্য দাবিসমূহের মধ্যে আছে দুর্গত এলাকায় হাওর ইজারা বাতিল করে জনসাধারণের মাছ ধরে বেঁচে থাকার জন্য উন্মুক্ত ঘোষণা; সারা বছর দুর্গত এলাকাবাসীর জন্য রিলিফ ও রেশনের মাধ্যমে পর্যাপ্ত চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান, লুটপাট বন্ধ ও ১০ টাকা কেজি দরের চাল বেশি পরিবারের মধ্যে বিতরণ; অবিলম্বে গবাদিপশুর জন্য পর্যাপ্ত খাদ্য সরবরাহ করে গরু-ছাগল বাঁচানো; দুর্গত এলাকার কৃষকদের সকল প্রকার কৃষি ঋণ, এনজিও ঋন, মহাজনী ঋণ মওকুফ করে আগামী ফসলের জন্য পর্যাপ্ত পরিমাণ নতুন করে সুদমুক্ত কৃষিঋণ বরাদ্দ; চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে রাখা; হাওর উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা; হাওর অঞ্চলের সমস্ত নদী ও খাল খনন করা; হাওর অঞ্চলের সমস্ত ফসল রক্ষা বাঁধ ও বেরি বাঁধ যথাসময়ে এবং যথাযথভাব নির্মাণ ও মেরামত করা এবং দুর্দশাগ্রস্ত কৃষকদের জিম্মি করে জমি কেনাবেচা ও দাদন ব্যবসা বন্ধ করা।
পরে এসকল দাবি বাস্তবায়নের জন্য রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com