হাকালুকির ক্ষতিগ্রস্তদের মাঝে মৌলভীবাজার সরকারী কলেজের শিক্ষক শিক্ষার্থীর ত্রাণ বিতরণ

বড়লেখা প্রতিনিধি॥ হাকালুকি হাওরপারের বন্যা দুর্গতদের মাঝে ২৪ মে বুধবার মৌলভীবাজার সরকারী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ত্রাণসামগ্রি বিতরণ করা হয়েছে। ভোলারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দক্ষিণভাগ পেনাগুল যুবসমাজ আয়োজিত ত্রাণ বিতরণের সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের ব্যবস্থাপনা বিভোগের প্রভাষক জিয়াউর রহমান জিয়া। তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের সাহাযার্থে এক মাসের সম্পুর্ণ বেতন উৎস্বর্গ করেন।
বড়লেখা উপজেলার সুজানগর ও দক্ষিণভাগ ইউনিয়নের বন্যা দুর্গত ভোলারকান্দি, আমবাড়ি, পাটনা, বাঘমারা, পেনাগুল ও রাঙাউটি গ্রামের ১৬০ পরিবারের মধ্যে ত্রানের চাল, ডাল, পিয়াজ তেলসহ খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে।
প্রধান শিক্ষিক রাবেয়া বেগমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত ত্রাণ বিতরণের সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুর রব, স্থানীয় ইউপি মেম্বার মাসুক আহমদ, ফখরুল ইসলাম, পেনাগুল যুবসমাজের সভাপতি তারেক আহমদ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মুজিবুর রহমান প্রমূখ।
মন্তব্য করুন