হাকালুকির দুর্গত মানুষের মাঝে জাপা নেতা রিয়াজের ত্রাণ বিতরণ

May 13, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ হাকালুকি হাওরপারের দুর্গত ৬০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রিয় নেতা আহমেদ রিয়াজ।
১২ মে শুক্রবার রাতে হাওরপারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ভোলারকান্দি গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে তিনি ১০ কেজি করে চাল বিতরণ করেন। সাবেক ইউপি মেম্বার আকবর আলীর সভাপতিত্বে ও জাপা নেতা আব্দুন নুরের পরিচালনায় ত্রাণ বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আহমেদ রিয়াজ বলেন, সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের নির্দেশে তিনি হাকালুকির ক্ষতিগ্রস্ত কৃষক ও জেলের পাশে দাড়িয়েছেন। তিনি সেতুমন্ত্রী ঘোষিত হাওরপারের বড়লেখা, জুড়ী ও কুলাউড়া উপজেলার ৬ হাজারের স্থলে ৩৫ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারকে আগামী ফসল উঠার পূর্ব পর্যন্ত সরকারের প্রতি ৩০ কেজি করে চাল দেয়ার দাবী জানান।  সভায় বক্তব্য রাখেন প্রবাসী মুহিবুর রহমান, আনোয়ার হোসেন বাবলু, হাসান হায়দার মুন্নি, বাবলু মিয়া, খুসি মিয়া, মদরিছ আলী, জুনাব আলী প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com