হাকালুকি হাওরে মাছের পোনা অবমুক্ত

May 29, 2017,

এইচ ডি রুবেল॥ এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকিতে অকাল বন্যায় মাছে মড়ক লাগার পর এই প্রথম দফা হাওরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
২৮ মে বোরবার ২৮ মে হাকালুকি হাওর তীরের কুলাউড়া উপজেলার ইসলামগঞ্জ বাজার এলাকায় এই মাছের পোনা অবমুক্ত করা হয়। টানা ৪ দিন মাছের পোনা অবমুক্ত করা হবে জানিয়েছে উপজেলা মৎস্য অফিস। এই ৪ দিনে মোট ২ হাজার ৬শ ৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হবে।
হাকালুকি হাওরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করেন আব্দুল মতিন এমপি, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ। মাছের পোনা অবমুক্তকরণকালে ঢাকা মৎস্য অধিদফতরের ৩ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কুলাউড়া উপজেলা মৎস্য অফিসার সুলতান মাহমুদ জানান, আনুষ্ঠানিক উদ্বোধনকালে বিভিন্ন জাতের ৪০৬ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। এক কার্যক্রম টানা ৪দিন চলবে। এই ৪ দিনে মোট ২ হাজার ৬শ ৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হবে। কুলাউড়া ছাড়াও হাকালুকি হাওর তীরের বাকি ৪টি উপজেলা থেকে যদি এভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়, তাহলে কিছুদিন আগে হাওরে মাছে যে মড়ক লেগেছিলো সেই বিপর্যয় কাটিয়ে উঠা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com