হাফিজ বদরুল ইসলাম (র:) এর ৫ম মৃত্যু বার্ষিকী

স্টাফ রিপোর্টার॥ হাফিজ বদরুল ইসলাম (র:) এর ৫ম মৃত্যু বার্ষিকী ১৯ মে পালিত হয়েছে। বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতির কারণে কেবল মৃত্যু বার্ষিকীতে পারিবারিক ভাবে দোয়ার আয়োজন করা হয়েছে।
আল্লাহর ওলী হাফিজ বদরুল ইসলাম (র:) ২০১৬ইং সালের এই দিনে ফজরের আযানের মুহুর্তে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে মহান রবের সান্নিধ্যে এই পৃথিবী থেকে বিদায় নেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহির রাজিউন।
আল্লাহর এই ওলী হাফিজ বদরুল ইসলাম (র:) দীর্ঘ ৩০টি বছর মৌলভীবাজার সদর উপজেলার ঢাকা বাসস্ট্যান্ড এলাকার ইসলামবাগ জামে মসজিদে ইমামতির দায়িত্ব পালন করে গেছেন।
উনার কর্মময় জীবনে আল্লাহ ও রাসূলের দেখানো পথ ও নির্দেশনায় জীবন পার করে গেছেন।
আজ উনার মৃত্যু বার্ষিকীতে উনার বড় ছেলে শামিম আহমদ খান ও পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করেছেন।
মৃত্যুকালে মরহুম বদরুল ইসলাম (র:) স্ত্রী ও তিন ছেলে এবং দুই কন্যা সন্তানসহ অসংখ্য ভক্ত রেখে যান।
মন্তব্য করুন