১১২ স্কুল গার্লসকে বাইসাইকেল বিতরণ : নানা ঝুঁকিপূর্ণ কাজেও এখন নারীরা কৃতিত্বের স্বাক্ষর রাখছে -সিলেট বিভাগীয় কমিশনার
আবদুর রব॥ সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মাৎ. নাজমানারা খানুম বলেছেন, এক সময় অনেক পেশায় নারীদের এলাও করা হত না। কিন্তু এখন পুলিশ, সামরিক বাহিনী, বিজিবি, বিমান চালনাসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ পেশায় নারীদের নিয়োগ দেয়া হচ্ছে। নারীরা তাদের মেধা, কর্মদক্ষতা দিয়ে কর্মক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখছে। দেশের অর্ধেক নারীকে পিছনে ফেলে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া অসম্ভব বলে তিনি মন্তব্য করেন। বিভাগীয় কমিশনার ড. নাজমানারা খানুম বৃহস্পতিবার বড়লেখা উপজেলার ১০ ইউনিয়ন ও ১ পৌরসভার বিভিন্ন মাধ্যমিক স্কুলের বালিকাদের স্কুলে যাওয়া আসার জন্য উপজেলা প্রশাসন প্রদত্ত ১১২ টি বাইসাইকেল বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমীর কান্তি দেবের পরিচালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিভাগীয় কমিশনার আরো বলেন, সিলেট বিভাগের ৩৮ উপজেলার মধ্যে এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। নারীর ক্ষমতায়নে এ বাইসাইকেল বিতরণ সারা দেশে প্রভাব ফেলবে। কর্মক্ষেত্রে অগ্রসর হতে দেশের উন্নয়ন সাধনে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প বাস্তবায়নে নারীদের শিক্ষা দীক্ষায় আরো বেশি এগিয়ে আসতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশরাফুর রহমান, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ডা. প্রণয় কুমার দে, সহকারী কমিশনার (ভুমি) সমীর বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, বর্নি ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, হাকালুকি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদান চন্দ্র দাস, তালিমপুর বাহারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালিক মুরাদ, স্কুল ছাত্রী সামিয়া সুলতানা।
মন্তব্য করুন