১২ সেপ্টেম্বর শ্রেণী কার্যক্রম শুরুর লক্ষে বড়লেখায় দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে চলছে খোলার প্রস্ততি

September 6, 2021,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ১২ সেপ্টেম্বর শ্রেণী কার্যক্রম শুরুর লক্ষে জুরেসুরে চলছে খোলার প্রস্তুতি। প্রতিষ্ঠান প্রধানরা স্কুলের শ্রেণী কক্ষ, মাঠ ও আঙিনা ধুয়া-মুছা, ময়লা-আবর্জনা অপসারণ ও আগাছা পরিস্কারের তদারকি করছেন।
উপজেলা সদরের বালিকা উচ্চ বিদ্যালয়, পিসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও কাঁঠালতলী উচ্চ বিদ্যালয় ঘুরে স্কুলকে শিক্ষার্থীদের পাঠদানের উপযোগী করার কাজ চলতে দেখা গেছে। প্রধান শিক্ষকরা জানান, ১২ সেপ্টেম্বর শ্রেণী কার্যক্রম শুরু করার সবধরণের প্রস্ততি নিয়েছেন। চালাচ্ছেন পরিস্কার পরিচ্ছন্নতার কাজ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম জানান, উপজেলায় ৩৭টি মাধ্যমিক বিদ্যালয়, ১৫টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ও ৭টি কলেজ রয়েছে। সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানকে পাঠদানের উপযোগী করার প্রস্তুতি প্রায় সম্পন্নের পথে। কোনো প্রতিষ্ঠানই পাঠদানের অনুপযোগী থাকবে না।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিজ মিয়া জানান, উপজেলার ১৫১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পাঠদানের উপযোগী করার প্রস্তুতি চলছে। শিক্ষা অফিসের সার্বক্ষণিক তদারকি রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com