১৪ দিনের কঠোর ‘লকডাউন’ শ্রীমঙ্গলের ১০ পয়েন্টে পুলিশি নজরদারী

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ করোনা ভাইরাসের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ১৪ দিনের কঠোর ‘লকডাউন’ বা বিধিনিষেধ শুরুর প্রথম দিনে সকাল থেকে মাঠে নেমেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
প্রথমদিন ২৩ জুলাই শুক্রবারে রাস্তায় যানবাহনের সংখ্যা কম দেখা যায়। শহরের প্রবেশ মুখে পুলিশ যানবাহন আটকিয়ে বের হওয়ার কারণ জিজ্ঞাসাবাদে তৎপর ছিল পুলিশ। নির্দিষ্ট কারন না পেলে ফিরিয়ে দেয়া হচ্ছে বলেন জানান, শ্রীমঙ্গল ট্রাফিক বিভাগের এ টিআই সন্টু মনি তালুকদার। তিনি বলেন, অকারনেই মানুষ ঘর থেকে বের হচ্ছেন।
এ সময় শ্রীমঙ্গল চৌমুহনীতে দায়িত্ব পালনরত এ টিআই গোলাম নবী জানান, লকডাউনে রোগীর সংখ্যা বেড়েগেছে। ছোট ছোট গাড়ি আটক করলেই হাসপাতাল বা ডাক্তারের কাগজ দেখান। তিনি জানান, এদের মধ্যে অনেকেই ডাক্তারের অযুহাত দেখান। তিনি জানান, যারা প্রকৃত পক্ষেই চিকিৎসা বা ঔষধ নিতে বের হয়েছেন তাদেরকে কেবল ছাড় দিচ্ছেন।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আব্দুস ছালেক জানান, সরকারের ঘোষনামতো আমরা শতভাগ লকডাউন বাস্তবায়নে কাজ করছি। শ্রীমঙ্গল উপজেলা আশে পাশের ৪টি উপজেলার সংযোগ সড়ক। একটি হবিগঞ্জের বাহুবল, চুনারুঘাট, কমলগঞ্জ ও মৌলভীবাজার সদর। তাছাড়া ঢাকা মৌলভীবাজার মহা সড়কটিও শ্রীমঙ্গল মুল শহরের উপর দিয়ে চলে গেছে যে কারনে এখানে প্রচুর লোকবলের প্রয়োজন। বিভিন্ন পয়েন্টে তাদেও টহল এবং চোক পোষ্টা বসাতে হয়। উল্লেখিত উপজেলা ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শহরে আসার প্রবেশ দ্বারেও তারা নজরদারী বসিয়েছেন।
মন্তব্য করুন