১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম মৃত্যু বার্ষিকীতে নানা কর্মসূচি

August 14, 2021,

স্টাফ রিপোর্টার॥ ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ উপলক্ষে মৌলভীবাজারে দিনব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে ।
১৫ আগস্ট রোববার সকাল ৯টায় বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবসে মৌলভীবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারের বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করে দিনের কর্মসূচি শুরু হবে।
জেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পনের পর সকাল ১১টায় ভার্চুয়াল প্লাটফর্মে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও তার কাজের গুরুত্ব নিয়ে আলোচনা করা হবে। এছাড়াও বঙ্গব্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারে মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলার সকল মসজিদ, মন্দির, গীর্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারি পরিচালককে এ বিষয়ে অনুরোধ জানানো হয়েছে।
এছাড়াও বিশেষ প্রার্থনা ছাড়াও মৌলভীবাজার জেলার আশ্রয়ণ প্রকল্পগুলোতে আয়োজন হবে দোয়া ও মিলাদ মাহফিলের।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com