২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আওয়ামীলীগের দোয়া মাহফিল
August 21, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার উদ্যোগে ২১ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা ও নিহত সকল শহীদদের স্মরণে মিলাদ ও দোয় মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার ২১ আগস্ট আজ বাদ জোহর সৈয়দ শাহ মোস্তফা (র:) মাজার জামে মসজিদের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মিছবাহুর রহমান, পৌর সভার মেয়র ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আকবর আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার সোয়েব।
মন্তব্য করুন