৪ সেপ্টেম্বর স্বাস্থ্যমন্ত্রী নাসিম মৌলভীবাজার আসছেন : মেডিকেল কলেজ ঘোষনা হতে পারে

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের একটি প্রতিনিধি দল স্বাস্থ্যমন্ত্রী নাসিমের সাথে ২৭ আগস্ট মৌলভীবাজারে মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে দেখা করেছেন।
প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সাংগঠসিক সম্পাদক রাধাপদ দেব সজল, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, আওয়ামীগ নেতা আকিল উদ্দিন, আখতার হোসেন সহ অন্যান্যরা।
প্রতিনিধি দলের সাথে বৈঠক কালে স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিমকে জানান, মৌলভীবাজারে ২৫০ শয্যা হাসপাতালের বর্তমান অবকাঠামো মেডিকেল কলেজের জন্য উপযোগী রয়েছে। শুধু জনবল দিয়ে প্রাথমিকভাবে মেডিকেল কলেজ চালু করা খুব সহজতর। এ সময় স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিম জানান মেডিকেল কলেজ বাস্তবায়ন নিয়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন এবং আগামী ৪ সেপ্টেম্বর মৌলভীবাজার আসছেন ।
মন্তব্য করুন