কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্টী ছাত্র-ছাত্রী ও অভিভাবক নিয়ে শিক্ষা বিষয়ক কনভেশন

January 14, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ ক্ষুদ্র নৃ-গোষ্টী ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শিক্ষা বিষয়ক কনভেশন ২০১৯ অনুষ্টিত হয়। সোমবার ১৪ জানুয়ারী দুপুরে ইন্ডিজিনাস মণিপুরী কালচারাল এন্ড এডুকেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর আয়োজনে কমলগঞ্জ সদর ইউনিয়নের বালিগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ। বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সভাপতি পিডিশন প্রধান এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারি হাইকমিশনার এল. কৃষ্ণ মূর্তি। শিক্ষিকা অনামিকা সিনহার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, মণিপুরী সমাজকল্যান সমিতির কেন্দ্রীয় সভাপতি প্রতাপ সিংহ প্রমূখ। স্বাগত  বক্তব্য রাখেন ইন্ডিজিনাস মণিপুরী কালচারাল এন্ড এডুকেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুন নাহার পারভীন, মণিপুরী সমাজকল্যান সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি স্বপন কুমার সিংহ, সাধারণ সম্পাদক কমলাবাবু সিংহ, দপ্তর ও প্রচার সম্পাদক সুশিল সিংহ ও মণিপুরী কমিনিউটি নেতা মিলন সিংহ জ্যোতি। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের মাধ্যমে সমাবেশ সমাপ্ত ঘটে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com