কমলগঞ্জে মৌলিক সাক্ষরতা প্রকল্পের সুপারভাইজার ও শিক্ষকদের মাসিক সম্মানী ভাতা প্রদান

April 19, 2019,

কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জে মৌলিক সাক্ষরতা প্রকল্পের সুপারভাইজার ও শিক্ষকদের সম্মানী ভাতা প্রদান করা হয়েছে।

গত বুধবার ও বৃহস্পতিবার দু’দিনে কমলগঞ্জ উপজেলার ১৫ জন সুপারভইজার ও ৬০০ শিক্ষক-শিক্ষিকাদের এ সম্মানী ভাতা কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। সম্মানী ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, মৌলভীবাজার এর সহকারী পরিচালক আমিরুল কবীর, বাস্তবায়নকারী সংস্থা ওয়াফ এর নির্বাহী পরিচালক মো. আব্দুল মালিক, উপজেলা প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম, উপজেলা কো-অর্ডিনেটর মো. আলমগীর হোসেন, সহকারি কো-অর্ডিনেটর জগদীশ চন্দ্র দত্ত, সুপারভাইজার আমির হোসেন, রুমান আহমদ, আতিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) এর সুপারভাইজার ও শিক্ষকদের প্রথম দু’মাসের সম্মানী ভাতা প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com